২৩৫
২৯ ডিসেম্বর ২০১৪ ইং সালে কলাপাড়া উপজেলার পাখিমারায় উদ্বোধন করা হয়েছে দক্ষিন এশিয়ার প্রথম পানি জাদুঘর। পানি জাদুঘরে এ দেশের নদ নদীর নাম, হারিয়ে যাওয়া নদী, বর্তমান নদীর ছবি, নদীর ভবিষ্যৎ সম্পকিত তথ্য জানা যাবে। পানি জাদুঘরের সামনে আছে একটি নেীকা, এটি অর্ধেক বালুতে ডোবানো, নদী মরে যাওয়ার প্রতিক, নেীকার বুকে চিরে দেওয়া আছে দুটি গজাল লোহা যা নির্দেশ করে নদী মরে যাওয়ার গল্প।