সোনার নৌকা, কুয়াকাটা

by belavumitourism
০ comments ৪২৪ views

২০১২ সালের জুন মাসে কুয়াকাটা হোসেনপাড়া মেীজাস্থ ঝাউবাগান ঘেরা সমুদ্রতটে জেগে ওঠা প্রাচীন নিদর্শন (৭২ফুট x ২৪ ফুট) প্রাথমিকভাবে নিদর্শটি রাখাইনদের তৈরি ও ব্যবহৃত ২০০ বছর আগের ।

এটিকে খ্রিঃ মিশরীয় নেীকা বলে মনে করা হয়। স্থানীয়ভাবে একে সোনার নৌকা বলে মনে করা হয়। আবার কউে কেউ বলেন সাধু সওদাগরের নেীকা। তবে এটি নিয়ে এখনো অনেক বিতর্ক আছে। অনেকের অনেক মতবাদ আছে এটি সম্পর্কে। এর গায়ে সোনা এ পিতলের প্রলেপ আছে বলে মনে করা হয়। ১০ ফুট ৬ ইঞ্চি , ৯০ টন ভারী ও ৭২ ফুটের দৈর্ঘ্যে এবং চওরা ২৪ দৈর্ঘ্যের সুবিশাল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি বর্তমানে কুয়াকাটা জাদুঘরে সংরক্ষিত আছে।

কিভাবে যাবেন :

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পুর্ব পাশেই এর অবস্থান। কুয়াকাটা চেীরাস্তা দিয়ে পূর্ব দিয়ে ২-৩ মিনিট হাটলেই রাস্তার উত্তর পাশে দেখতে পাবেন এই পুরাতন নেীকা বা সোনার নেীকা।

নোটিশ :

  • এই নেীকা দেখতে গেলে এর উপরে ওঠে দেকার চেষ্টা করবেন না ভূলেও।
  • এর গায়ে হাত দেয়া থেকে বিরত থাকবেন।

You may also like

Leave a Comment

লেখা কপি করে নিজেকে চোর প্রমান করবেন না দয়া করে