কুয়াকাটার কুয়া,কুয়াকাটা

by belavumitourism
০ comment ১৯৬ views

কুয়াকাটা নামকরণ করা হয়েছে যাকে ঘিরে সেই কুয়াকাটার কুয়া।

কুয়াকাটা জিরো পয়েন্টে অবস্থিত রাখাইন পল্লী কেরানীপাড়া। এই কেরানী পাড়ায় রয়েছে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার । সীমা বেীদ্ধ মন্দিরে সামনেই রয়েছে আলোচিত সেই কূপ। কুপের নামেই কুয়াকাটার নাম করণ করা হয়েছে।
বর্তমানে কুপটি সংস্কার করে পর্যটক ও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। পর্যটকদের আকর্ষনের আরেকাট জায়গা হলো এই কুয়াকাটা কুয়া। জনশ্রুতি আছে ১৭৮৪ সালে বর্মী রাজা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে বহু রাখাইন নাগরিক জায়গাটি ছেড়ে নৌকাযোগে আশ্রয়ের খোঁজে বেড়িয়ে পড়েন। ১৭৮৪ খ্রিষ্টাব্দে তারা বঙ্গোপসাগরের তীরে পটুয়াখালীর রাঙ্গাবালী, কলাপাড়া, কুয়াকাটা এবং বরগুনা জেলার তালতলীতে বসতি স্থাপন করেন। সাগরের নাজল ব্যবহারের অনুপযোগী বলে মিষ্টি পানির জন্য তারা এখানে মাটি খুড়ে কুপ খনন করেন। পরবর্তীতে এই কুপের নামে কুয়াকাটা নামে পরিচিত পায়।

কিভাবে যাবেন :

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পায়ে হেটে এখানে যেতে ৪-৫ মিনিটের মতো লাগবে। কুয়াকাটা রাখাইন মার্কেট এর দক্ষিন-পশ্চিম কোণে এর অবস্থান। এখানে ঢুকতে হয়তো আপনার টিকেট কাটতে হবে। রাখাইন কিছু ছেলেরা এখানে টিকিট বিক্রি করে থাকে।

You may also like

লেখা কপি করে নিজেকে চোর প্রমান করবেন না দয়া করে