ইলিশ পার্ক, কুয়াকাটা

by belavumitourism
০ comment ২৪২ views

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আর উপকূল ঘেঁষা লক্ষ লক্ষ মানুষ জেলে হওয়ায় তাদের একমাত্র একমাত্র উপার্জন ইলিশ শিকার। এই ইলিশকে দেশে বিদেশে আরো পরিচিত করে তুলতে ২০১৬ সালের শুরুর দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশেই গড়ে ওঠে ইলিশ পার্ক (Ilish Park)। পর্যটকদের বাড়তি বিনোদনের খোড়াক দিতে কুয়াকাটায় ৭২ ফুট দৈর্ঘ্য ২০ফুট প্রস্থ অবিকল ইলিশ আদলে ইলিশ মাছ আর পেটের মধ্যে রেস্টুরেন্টের আবহ নিয়ে কুয়াকাটায় ব্যাক্তি মালিকাধীন ভাবে গড়ে ওঠেছে ইলিশ পার্ক (Ilish Park)। ইলিশের পেটে ইলিশের বাহারি খাবার সহ এখানে পাওয়া যায় সামুদ্রিক মাছের স্বাদ। মাটির সানকিতে খাবার খাওয়া আর নারকেলের আইচাতে চা কফি পর্যটকদের ভীষণ আনন্দ দেয়। এখানে পর্যটকদের আগ্রহ বাড়ায় আশপাশের। জায়গা নিয়ে তৈরী করা হয় একটি ছোট পার্ক। এর নাম করণ করা হয় ইলিশ পার্ক।
ইলিশ ক্যাফে পরবর্তীতে পর্যটকদের চাহিদনুযায়ী এখানে তৈরী করা হয় বেশ কয়েটি উডেন কটেজ। প্রাকৃতিক পরিবেশে উডেন কটেজে রাত্রিযাপন কুয়াকাটায় আগত পর্যটকদের বাড়তি আনন্দ যোগ করে। নান্দনিক এই কটেজগুলোর নাম রাখা হয় কটেজ হানিমুন, কটেজ সুইটমুন, কটেজ লাভবার্ড, কটেজ বর্ষা বিলাস, কটেজ লেক ভিউ ও কটেজ সাম্পান । কাপল বা ফ্যামিলি ট্যুরিস্টদের কাছে ভীষণ প্রিয় এই কটেজগুলো। এছাড়া দর্শনার্থীদের জন্য বিভিন্ন ভাস্কর্য সহ ব্যবস্থা রয়েছে কিডস্ জোনের। কুয়াকাটায় আগত পর্যটকরা অন্তত একবার পরিদর্শনে যান এই ইলিশ পার্ক। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পায়ে হেটে বা অটোযোগে যেতে পারেন এই পার্কে। সকাল ৭ থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে ইলিশ পার্ক।

You may also like

লেখা কপি করে নিজেকে চোর প্রমান করবেন না দয়া করে