সিলেট

অপরুপ সেীন্দর্যের লিলাভূমি পটুয়াখালী জেলা। যেটা মূলত সাগরকন্যা নামে পরিচিত। প্রাচিনকালে ,চৈীদ্দ শতকে পটুয়াখালী চন্দ্রদ্বীপ রাজ্যের অংশ ছিল। বর্তমানে পটুয়াখালি জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। যার  মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের সর্বদক্ষিনে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা সাগরকন্যা কুয়াকাটা নামে খ্যত। এছাড়াও রয়েছে লেম্বুর চর,কুয়াকাটা রাখাইনপল্লী,লাল কাকড়ার চর,সোনার চর,ফাতরার চর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফার মাজার,পায়রা সমুদ্র বন্দর ও পানি যাদুঘর ইত্যাদি।