বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্যতম একটি শহর খুলনা। ঢাকা ও চট্টগাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর এটি। খুলনা শহরটি রুপসা,ময়ূর, ভৈরব নদির তিরে অবস্থিত। খুলনাকে “শিল্প নগরি” নামেও ডাকা হয় কারন এটি বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক এলাকা। এর পাশাপাশি খুলনা শহরে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। যার মধ্যে উল্লেখযোগ্য হলো : খান জাহান আলী সেতু, শহীদ হাদিস পার্ক, খুলনা বিভাগীয় জাদুঘর, শেখ রাসেল ইকো পার্ক ইত্যাদি।