ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। ভেীগলিকভাবে বুড়িগঙ্গা নদির তীরে অবস্থিত এই শহর।৩০৬ কিলোমিটার আয়াতনের এই শহর যার প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২৩ হাজার লোক বসবাস করে। ঢাকার শহরকে "মসজিদের শহর" এ বলা হয়। এখানে ১ হাজার এরও বেশি মসজিদ রয়েছে।এর পাশাপাশি রয়েছে বিভিন্ন দর্শনিয় স্থান।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান (এস্তোনীয় বংশদূত মার্কিন নাগরিক) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজে ব্যয় হয়েছিল ১৯৭ কোটি টাকা। ২০৮ একর জমির উপর নির্মিত এই সংসদ ভবনটি …